শিক্ষার আলো ডেস্ক
জাপানি বংশোদ্ভুত মার্কিন পদার্থবিজ্ঞানী শুকুরো মানাবে, জার্মানির পদার্থবিজ্ঞানী ক্লাউস হ্যাসেলম্যান ও ইতালীয় পদার্থবিজ্ঞানী জর্জিও পারিসি এবছর পদার্থবিজ্ঞানে নোবেল পুরষ্কার পেয়েছেন।
মঙ্গলবার (৫ অক্টোবর) সুইডেনের রাজধানী স্টকহোমে এই ঘোষণা দেওয়া হয়। করোনা মহামারির কারণে এবছরও শুধুমাত্র আয়োজক কমিটির সদস্যদের নিয়ে সংক্ষিপ্ত পরিসরে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
টেলিভিশন ও ডিজিটাল প্ল্যাটফর্মে সম্প্রচারিত নোবেল পুরস্কার প্রদান অনুষ্ঠান জানানো হয়, পদক ও সনদ সংশ্লিষ্ট দেশের কূটনীতিকদের মাধ্যমে বিজয়ীদের কাছে পৌঁছে দেওয়া হবে।
পৃথিবীর জলবায়ু পরিস্থিতির ফিজিক্যাল বা ভৌত মডেল তৈরি, পরবর্তনশীলতা পরিমাপ এবং বৈশ্বিক উষ্ণতার বিষয়টি নির্ভরযোগ্যভাবে অনুমানের জন্য পুরষ্কার পেয়েছেন শুকুরো মানাবে এবং ক্লাউস হাসেলম্যান। তারা দুজনে এ বছরের নোবেল পুরষ্কারের অর্ধেক পেয়েছেন।
পারমাণবিক ও গ্রহীয় পরিসরে ভৌত ব্যবস্থা বা ফিজিক্যাল সিস্টেমের বিশৃঙখলা ও ফ্লাকচুয়েশন পরষ্পরের ওপর কী প্রভাব ফেলে তা আবিষ্কারের জন্য নোবেল পুরষ্কারের বাকি অর্ধেক পেয়েছেন জর্জিও পারিসি।
Discussion about this post