আন্তর্জাতিক ডেস্ক
পাকিস্তানের বেলুচিস্তানে শক্তিশালী ভূমিকম্পে অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরও প্রায় ৩০০ জন।
দেশটির দুর্যোগ ব্যবস্থাপনার কর্মকর্তারা জানিয়েছেন, বেলুচিস্তান ভোরে শক্তিশালী ভূমিকম্পে ২০ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ৩০০ জন। নিহতদের সংখ্যা আরও বাড়তে পারে। এ ঘটনায় আহতদের উদ্ধার করে ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার হাসপাতালে নেওয়া হয়েছে।
বিদ্যমান পরিস্থিতিতে কোয়েটার সিভিল হাসপাতালে মেডিকেল ইমারজেন্সি ঘোষণা করা হয়েছে। সেখানে জরুরি ভিত্তিতে চিকিৎসক ও প্যারামেডিকেল স্টাফদের হাসপাতালে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
পাকিস্তানের সংবাদমাধ্যম ডন জানিয়েছে, বৃহস্পতিবার ভোরে প্রদেশটিতে ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৭।
দ্য নিউজ ইন্টারন্যাশনাল বলছে, ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হারনাই জেলায় ৭০টিরও বেশি বাড়ি-ঘর ধ্বংস হয়ে গেছে। এমএস হারনাই হাসপাতাল জানিয়েছে, ভূমিকম্পে নিহতদের ১০ জনের মৃতদেহ হাসপাতালে আনা হয়েছে। তাদের মধ্যে ৬ জনই শিশু।
Discussion about this post