আন্তর্জাতিক ডেস্ক
চীনের জাংজু শহরে সম্প্রতি একটি লাইট শোতে চরম বিপর্যয় ঘটেছে।এদিন আকাশ থেকে উড়ন্ত শত শত ড্রোন খুলে পড়তে শুরু করে। এ সময় নিচে হাজারো দর্শক বাঁচার চেষ্টা করেন।
শো’য়ের শুরুতে ডজন ডজন ড্রোন আকাশে নীল আলো জ্বেলে উড়তে শুরু করে। এ সময় শপিং কমপ্লেক্সের নাম আকাশে আলো দিয়ে লেখা হচ্ছিল। কিন্তু কয়েক মিনিটের ভেতরেই হঠাৎ এই ড্রোনগুলো তাদের খেই হারিয়ে ফেলে। দেখতে দেখতেই একে একে দর্শকদের উপর পড়তে শুরু করে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো ভিডিওতে দেখা যায়, অনুষ্ঠানে আসা দর্শকরা আকাশ থেকে পড়া ড্রোন থেকে বাঁচতে এদিক-সেদিকে ছোটাছুটি করছেন।
আয়োজকরা আরেকটি ড্রোন কোম্পানিকে ‘খারাপ সিগনাল’র জন্য দায়ী করলেও ওই শপিং কমপ্লেক্স পুলিশকে জানিয়েছে তাদের দিক থেকেই ভুলটি হয়েছে।
যে কোনো বড় উৎসবে আতশবাজির বিকল্প হিসেবে চীনের ড্রোনের ব্যবহার বেড়েছে। ছোট, মাঝারি বা বড় অনুষ্ঠানে স্থানীয় সরকারকে ড্রোন ব্যবহার করতে দেখা যায়।
এর আগে কানাডায় ভিত্তিহীন ব্যাংক জালিয়াতির অভিযোগ থেকে মুক্ত টেলিকম জায়ান্ট হুয়াওয়ের প্রধান অর্থনৈতিক কর্মকর্তা মেং ওয়াংঝুকে স্বাগত জানাতে ৩০০ ড্রোন দিয়ে এক মনোমুগ্ধকর আলোকসজ্জার আয়োজন করা হয়েছিল।
আকাশে সেদিন লেখা হয়েছিল, ওয়াংঝু বাড়ি ফিরেছে, মাতৃভূমি শক্তিশালী আর সুন্দর।
Discussion about this post