আন্তর্জাতিক ডেস্ক
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং। শনিবার (১৬ অক্টোবর) অল ইন্ডিয়া ইন্সটিটিউট অব মেডিকেল সায়েন্সেসের (এইমস) বরাত দিয়ে ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, গত বুধবার জ্বর-দুর্বলতা নিয়ে নয়াদিল্লির এইমস হাসপাতালে ভর্তি হন তিনি। শনিবার (১৬ অক্টোবর) তার দেহে ডেঙ্গু শনাক্ত হয়েছে। তবে তার স্বাস্থ্যের অবস্থা ধীরে ধীরে উন্নতি হচ্ছে বলে জনিয়েছে এইমস কর্তৃপক্ষ।
ভারতের সাবেক এই প্রাধানমন্ত্রীকে হাসপাতালের একটি বেসরকারি কার্ডিও-নিউরো ওয়ার্ডে রাখা হয়েছে। তার চিকিৎসার দায়িত্বে রয়েছে ড. নিতিশ নায়েকের নেতৃত্বাধীন একটি টিম।
Discussion about this post