আন্তর্জাতিক ডেস্ক
অস্ট্রেলিয়ার কাছে যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের পরমাণুবাহী সাবমেরিন বিক্রি নিয়ে এবার আপত্তি জানাল দক্ষিণ-পূর্ব এশিয়ার দুই দেশ মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া।
জাকার্তায় দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর যৌথ সংবাদ সম্মেলেনে অকাস চুক্তি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়।
মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলেন, অস্ট্রেলিয়া পরমাণু অস্ত্র হাতে পেলে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে বাড়বে অস্ত্রের প্রতিযোগিতা। এতে দেখা দেবে আঞ্চলিক অস্থিরতা।
গেল মাসে যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের সঙ্গে একটি প্রতিরক্ষা ক্রয় চুক্তি করে অস্ট্রেলিয়া। এই চুক্তির আওতায় অস্ট্রেলিয়াকে অত্যাধুনিক পরমাণু অস্ত্র বহনে সক্ষম সাবমেরিন সরবরাহ করবে দেশ দুটি।
ওই চুক্তির পরপরই ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায় ফ্রান্স। আকস্মিকভাবে অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র থেকে নিজেদের রাষ্ট্রদূত প্রত্যাহার করে নেয় প্যারিস। পরবর্তীতে আলোচনার মাধ্যমে তিন দেশের মধ্যে সম্পর্কের বরফ গললেও এ নিয়ে এখনো আপত্তি রয়েছে ফ্রান্সের। এবার সেই তালিকায় যুক্ত হলো দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রতিবেশী দেশ মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া।
জাকার্তা সফরকালে সোমবার এ বিষয়ে ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা করেন মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন আবদুল্লাহ। পরে যৌথ সংবাদ সম্মেলনে দু’দেশের পররাষ্ট্রমন্ত্রীরা বলেন, অকাস চুক্তি বাস্তবায়ন হলে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে অস্থিরতা বাড়বে।
মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন আবদুল্লাহ বলেন, আঞ্চলিক সংকট সমাধানে দু’দেশ একসঙ্গে কাজ করবে। অস্ট্রেলিয়া বলছে, পরমাণু অস্ত্রবাহী সাবমেরিন কেনা মানেই পরমাণু অস্ত্র মজুদ করা নয়। তবে এ নিয়েই আমাদের ঘোর আপত্তি। প্রতিরক্ষা জোরদারের কথা বলে অস্ত্র বাড়ালে এ অঞ্চলের অন্য দেশগুলোও একই উদ্যোগ নেবে। এতে পরিস্থিতি আরও জটিল হবে।
Discussion about this post