আন্তর্জাতিক ডেস্ক
বিশ্বের বিভিন্ন দেশের প্রধান প্রধান শহরে যখন লকডাউন প্রত্যাহার করে নেওয়া হচ্ছে, ঠিক তখনই ভিন্ন পরিস্থিতি দেখা দিল রাশিয়ার রাজধানী মস্কোতে। দেশটিতে করোনার সংক্রমণ ক্রমেই বাড়ছে। পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যা।
করোনার বিস্তার ঠেকাতে এবার রুশ কর্তৃপক্ষ রাজধানী মস্কোতে ১০ দিনের লকডাউন জারির সিদ্ধান্ত নিয়েছে। শহরের মেয়র সের্গেই সোবিনিন এক ব্লগ পোস্টে বলেন, ‘সামনের দিনগুলোতে আমরা করোনা সংক্রমণের সর্বোচ্চ চূড়ায় পৌঁছাব। এ সময়ে মস্কোতে লকডাউন পরিস্থিতি বিরাজ করবে।’ আগামী ২৮ অক্টোবর থেকে ৭ নভেম্বর পর্যন্ত ১০ দিন লকডাউন থাকবে বলে জানান তিনি।
রাশিয়ায় করোনাভাইরাসের সংক্রমণ শুরুতে কম থাকলেও সম্প্রতি বাড়ছে। দেশটির সরকারি কর্তৃপক্ষ করোনার সংক্রমণের তথ্য স্বীকার করছে। আসন্ন শীতে সংক্রমণ আরও তীব্র আকার ধারণ করবে বলে আশঙ্কা করছেন তারা।
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাশিয়ায় বুধবার ১ হাজার ২৮ জনের মৃত্যু হয়েছে। দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত ২ লাখ ২২ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে।
Discussion about this post