আন্তর্জাতিক ডেস্ক
করোনা মহামারির দীর্ঘদিন পর এখন স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করেছেন ভেনেজুয়েলার মানুষ। এবার খুলে দেওয়া হয়েছে স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলো। দেশটির লাখ লাখ শিক্ষার্থী দীর্ঘদিন পর শ্রেণিকক্ষে ফিরতে শুরু করেছে।
দেশটির টিচারর্স ফেডারেশনের এক কর্মকর্তা বলেন, আমাদের জন্য শ্রেণিকক্ষে ফিরে যাওয়া খুবই গুরুত্বপূর্ণ, তবে সন্দেহও থেকে যাচ্ছে।
দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সরকার পুনরায় স্কুল দেরিতে চালু করেছে নতুন করে সংক্রমণ আর টিকাদান কর্মসূচি গতিশীল না থাকায়।
এক টুইট বার্তায় সোমবার প্রেসিডেন্ট মাদুরো বলেন, উৎসাহ, উদ্দীপনা এবং দায়িত্বশীল আচরণের মধ্য দিয়ে আমাদের শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে ফিরছে। স্বাভাবিক জীবনে ফিরতে স্বাস্থ্য সুরক্ষার ব্যাপারে সচেতন হওয়ার আহ্বানও জানান তিনি।
ভেনেজুয়েলার যুবমন্ত্রী মারভিন মালডোনাডো বলেন, ৮ দশমিক ৭ মিলিয়ন শিশু শ্রেণিকক্ষে ফিরেছে সারাদেশে এবং ৩ দশমিক ১ মিলিয়ন শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে ফিরেছেন।
যুক্তরাষ্ট্রের জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান অনুযায়ী, মহামারি শুরুর পর থেকে ভেনেজুয়েলায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা এ পর্যন্ত চার লাখের বেশি এবং মারা গেছেন চার হাজার আটশর বেশি মানুষ। দেশটিতে পুরোপুরি করোনার টিকাদান সম্পন্ন হয়েছে ২২ শতাংশের কম। যদিও কারাকাস সরকারের দাবি, ২৮ দশমিক ৭ মিলিয়ন মানুষের মধ্যে টিকার ডোজ সম্পন্ন করেছে ৫৬ শতাংশ।
সূত্র: আল জাজিরা
Discussion about this post