আন্তর্জাতিক ডেস্ক
ইতালির রাজধানী রোমে শুরু হয়েছে বিশ্বের ক্ষমতাশীল দেশগুলোর প্রধানদের অংশগ্রহণে এবারের জি-২০ শীর্ষ সম্মেলন। করোনা ভাইরাস মহামারী শুরুর পর থেকে প্রথমবারের মতো মুখোমুখি হয়েছেন জি-২০ ভুক্ত দেশের নেতারা। তবে, চীন ও রাশিয়ার প্রেসিডেন্ট সশরীরে যোগ দিচ্ছেন না এই সম্মেলনে।
শনিবার (৩০ অক্টোবর) দুইদিনের সম্মেলন শুরু করেন ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘি। এবারের সম্মেলনে সবচেয়ে বেশি গুরুত্ব পাবে করোনা ভাইরাস মোকাবেলা এবং জলবায়ু পরিবর্তন।
পৃথিবীর মোট কার্বন নিঃসরণের শতকরা ৮০ ভাগই হয় জি-২০ ভুক্ত দেশগুলোতে। তাই কপ-২৬ সম্মেলনকে সামনে রেখে কার্বন নিঃসরণ কমানোর মাধ্যমে জলবায়ু পরিবর্তনের গতি রোধ করা সম্মেলনে অংশগ্রহণকারীদের প্রধান এজেন্ডা।
সেইসাথে বৈশ্বিক ভ্যাকসিন অসমতা নিয়েও কথা বলবেন বিশ্ব নেতারা। পরিসংখ্যান অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত ছয়শ’ কোটি ডোজ টিকা দেয়া সম্পন্ন হলেও, নিম্ন আয়ের দেশগুলোতে মাত্র দুই শতাংশ মানুষ টিকার আওতার এসেছেন।
জলবায়ু বিষয়ে জি-২০ ভুক্ত দেশের প্রধানদের প্রতি আরও উচ্চাকাঙ্ক্ষী হতে আহবান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।
Discussion about this post