আন্তর্জাতিক ডেস্ক
পশ্চিমাদের কাছে রোক্সেলেনা নামে পরিচিত অটোমান সাম্রাজ্যের আলোচিত ও প্রভাবশালী নারী হুররেম সুলতানের একটি বিরল প্রতিকৃতি লন্ডনে বিক্রি হয়েছে। বুধবার নিলামে প্রতিকৃতিটি বিক্রি হয়েছে প্রায় দেড় কোটি টাকায় (১ লাখ ৭৩ হাজার ডলার)। আনাদোলু এজেন্সির বরাতে মিডল ইস্ট মনিটর এখবর জানিয়েছে।
‘আর্টস অব ইসলামিক ওয়ার্ল্ড অ্যান্ড ইন্ডিয়া’ শিরোনামের এই নিলামটি আয়োজন করে শিল্প, অলঙ্কার ও সংগ্রহযোগ্য বস্তুর অন্যতম বৃহৎ মধ্যস্থতাকারী সংগঠন সোথবি। এতেই হুররেম সুলতানের ছবিটি বিক্রি হয়।
তেলচিত্রটি ষোড়শ শতকের শেষ ও সপ্তদশ শতকের প্রথম দিকে আঁকা হয়েছে। হুররেম ছিলেন অটোমান সুলতান সুলেমানের স্ত্রী।
আধুনিককালে পশ্চিম ইউক্রেনে জন্ম নেওয়া রোক্সালেনা অটোমান সুলতানের হারেমে প্রবেশ করেন এবং দ্রুতই তার প্রিয় নারীতে পরিণত হন। তিনি তখনকার হারেমের নিয়ম ভেঙে একের বদলে চারটি ছেলের জন্ম দেন। এরপর সুলতান সুলেমানকে বিয়ে করে আরেকটি প্রথা ভাঙেন।
অটোমান সাম্রাজ্য পরিচালনায় সুলতান সুলেমানকে সহযোগিতার জন্যও খ্যাতি পেয়েছিলেন রোক্সালেনা।
Discussion about this post