আন্তর্জাতিক ডেস্ক
মানুষের ভেতরের ক্রোধ জেগে উঠলেই কেবল পরিবেশকে বাঁচানো সম্ভব বলে মনে করেন সুইডেনের জলবায়ু আন্দোলনকারী গ্রেটা থানবার্গ।
কপ টুয়েন্টি সিক্সকে সামনে রেখে বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেন তিনি। এদিকে জলবায়ু সম্মেলনকে ঘিরে প্রতিবছরের মতো এবারো গ্লাসগোতে জড়ো হচ্ছেন হাজারো পরিবেশকর্মী।
রোববার (৩১ অক্টোবর) স্কটল্যান্ডের গ্লাসগোতো আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে জাতিসংঘ জলবায়ু সম্মেলনের এবারের আসর ‘কপ টুয়েন্টি সিক্স’।
একই দিনে পর্দা নামে জি-২০ সম্মেলনের। তবে জি-২০ সম্মেলনে এবারও পরিবেশ রক্ষায় বিশ্ব নেতাদের কাছ থেকে বাস্তব কোন প্রতিশ্রুতি আসেনি বলে দাবি করছেন পরিবেশকর্মীরা। আর তাই জলবায়ু সম্মেলনকে সামনে রেখে প্রতিবছরের মতো এবারো গ্লাসগোতে বিক্ষোভ করছেন হাজার হাজার পরিবেশকর্মী।
এবারের বিক্ষোভে অংশগ্রহণ করেছেন সুইডেনের জলবায়ু আন্দোলনকারী গ্রেটা থানবার্গ।
কপ টুয়েন্টি সিক্সকে সামনে রেখে সম্প্রতি বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, মানুষের ভেতরের ক্রোধ জেগে উঠলেই কেবল পরিবেশকে বাঁচানো সম্ভব। শুক্রবার তিনি লন্ডনে পরিবেশ রক্ষায় আন্দোলনে যোগ দেন বলেও জানান তিনি এবং সবাইকে বিক্ষোভে যোগ দিতেও আহ্বান জানান।
রোববার জলবায়ু সম্মেলনকে সামনে ইউরোপের ব্রুসেলসে বিক্ষোভ করেন পরিবেশবাদীরা। যেখানে তারা গ্লোবাল ওয়ারমিং রোধে এবারের সম্মেলনে কার্যকরী পদক্ষেপের দাবি করেন।
Discussion about this post