আন্তর্জাতিক ডেস্ক
আগামী মাসে অনুষ্ঠিতব্য প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হয়েছেন লিবিয়ার প্রয়াত নেতা মুয়াম্মার আল-গাদ্দাফির ছেলে সাইফ আল-ইসলাম আল-গাদ্দাফি। ২৪ ডিসেম্বর এই নির্বাচন অনুষ্ঠিত হবে। দেশটির নির্বাচন কমিশনের এক কর্মকর্তাকে উদ্ধৃত করে আল জাজিরা এ খবর জানিয়েছে।
রবিবার এক বিবৃতিতে নির্বাচন কমিশন জানায়, সেবা শহরে হাই ন্যাশনাল ইলেক্টোরাল কমিশন অফিসে প্রেসিডেন্ট পদে নিজের প্রার্থিতা জমা দিয়েছেন সাইফ আল-ইসলাম আল-গাদ্দাফি।
প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতায় থাকা গুরুত্বপূর্ণদের মধ্যে একজন হলেন সাইফ গাদ্দাফি। অপর আলোচিত প্রার্থীর মধ্যে রয়েছেন পূর্বাঞ্চলীয় কমান্ডার খলিফা হাফতার, প্রধানমন্ত্রী আবদুল হামিদ দেইবাহ ও পার্লামেন্টের স্পিকার আগুইলা সালেহ।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে, রবিবার সেবা শহরে একটি নিবন্ধন কেন্দ্রে ধূসর দাড়ি, চোখে চশমা এবং প্রচলিত পোশাক ও পাগড়ি পরে একটি কাগজে স্বাক্ষর করছেন সাইফ গাদ্দাফি।
লিবিয়ায় বিবদমান সব গোষ্ঠী ও বিদেশি শক্তির পক্ষ থেকে ২৪ ডিসেম্বরে নির্বাচনে সমর্থনের কথা জানানো হলেও তা নিয়ে এখনও অনেকের মনে সন্দেহ রয়েছে।
শুক্রবার প্যারিসে একটি বড় ধরনের সম্মেলনে নির্বাচন ক্ষতিগ্রস্তকারীদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারির বিষয়ে সমঝোতা হয়েছে। তবে কে দেশ পরিচালনা করবে তা নিয়ে এখন পর্যন্ত কোনও সমঝোতা হয়নি।
Discussion about this post