আন্তর্জাতিক ডেস্ক
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, চীনের বেইজিংয়ে অনুষ্ঠিত হতে যাওয়া ২০২২ সালের শীতকালীন অলিম্পিক কূটনৈতিকভাবে বাতিলের কথা চিন্তা করছে যুক্তরাষ্ট্র। মেক্সিকো ও কানাডার নেতাদের সঙ্গে বৈঠকের আগে বাইডেন বলেন, ‘আমরা এমনটা বিবেচনা করছি।’
কূটনৈতিক বয়কটের অর্থ হবে যুক্তরাষ্ট্র ওই আয়োজনে উপস্থিত থাকতে কোনও কর্মকর্তা পাঠাবে না যুক্তরাষ্ট্র। চীন-মার্কিন সম্পর্ক নিয়ে উত্তেজনা বৃদ্ধির মধ্যে এমন সিদ্ধান্ত নিতে যাচ্ছে ওয়াশিংটন।
গত সোমবার প্রথমবারের মতো জো বাইডেন সরাসরি চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে আলোচনা করেন। হোয়াইট হাউজে বাইডেনের মুখপাত্র জেন পিসাকি বলেছেন সোমবার তিন ঘণ্টার ভার্চুয়াল বৈঠক চীন ও যুক্তরাষ্ট্রের নেতারা অলিম্পিক নিয়ে আলোচনা করেননি।
চীন মানবাধিকার হরণ করছে বলে অভিযোগ তুলে এর প্রতিবাদে কূটনৈতিক বয়কটের আহ্বান জানিয়ে আসছে ডেমোক্র্যাট এবং রিপাবলিকান উভয় দলের আইন প্রণেতারা। কূটনৈতিক বয়কটে অ্যাথলেটরা ক্ষতিগ্রস্ত হবেন না। তবে জেন পিসাকি বলেছেন অলিম্পিকে উপস্থিতি কেমন হবে তা এখনও চূড়ান্ত করছে যুক্তরাষ্ট্র। আগামী ৪ ফেব্রুয়ারি শুরু হওয়ার কথা রয়েছে শীতকালীন অলিম্পিক।
যুক্তরাষ্ট্র অভিযোগ করে থাকে চীন সংখ্যালঘু উইঘুর মুসলিমদের ওপর গণহত্যা চালাচ্ছে। হংকংয়ের রাজনৈতিক স্বাধীনতা দমনে চীনের ভূমিকা নিয়েও আপত্তি রয়েছে যুক্তরাষ্ট্রের।
Discussion about this post