অনলাইন ডেস্ক
গোপন নথি ফাঁস করে বিশ্বজুড়ে হইচই ফেলে দেওয়া ওয়েবসাইট উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জকে যুক্তরাষ্ট্রের কাছে তুলে দেওয়ার পক্ষে রায় দিয়েছেন ব্রিটিশ আদালত।
শুক্রবার (১০ ডিসেম্বর) অ্যাসাঞ্জকে প্রত্যর্পণ মামলার শেষ ধাপে দেওয়া রায় মার্কিন সরকারের পক্ষে গেলেও অ্যাসাঞ্জকে পাঠানোর আগে আরও বাধা রয়েছে।
চূড়ান্ত আইনি লড়াই সুপ্রিম কোর্ট ও আপিল বিভাগে যেতে পারে।
এই রায়ের বিরুদ্ধে আপিল করবেন বলে জানিয়েছেন অ্যাসাঞ্জের বাগদত্তা স্টেলা মরিস। তিনি বলেন, ‘জুলিয়ানকে যে দেশ হত্যার পরিকল্পনা করেছিল, সেখানে তাকে হস্তান্তর করা কীভাবে সম্ভব। আমরা যত তাড়াতাড়ি সম্ভব এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করব। ’
২০১৬ সালে সিআইএর ইতিহাসে সবচেয়ে বেশি তথ্য ফাঁস করে উইকিলিকস। ‘ভল্ট ৭’ নামের নথিতে এসব তথ্য ফাঁস করা হয়। অনেক সংবেদনশীল তথ্য প্রকাশের পর ট্রাম্প প্রশাসনের অধীনে জুলিয়ান অ্যাসাঞ্জকে হত্যার এই পরিকল্পনা করেছিল সিআইএ কর্মকর্তারা।
ইকুয়েডর দূতাবাসে আশ্রয় নিয়েছিলেন জুলিয়ান অ্যাসাঞ্জ। পরে তাকে আশ্রয় দিতে না চাইলে ২০১৯ সালের এপ্রিলে তাকে গ্রেফতার করে ব্রিটিশ পুলিশ। তিনি এখন লন্ডনের কঠোর নিরাপত্তায় ঘেরা বেলমার্শ কারাগারে বন্দী।
Discussion about this post