আন্তর্জাতিক ডেস্ক
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নিজের ব্যক্তিগত ব্যাপার নিয়ে সাধারণত কথা বলেন না। তবে এবার ‘রাশিয়া: নিউ হিস্টরি’ নামে এক ডকুমেন্টারিতে নিজের কথা বলেছেন তিনি।
আর সেখানেই দুঃখপ্রকাশ করে পুতিন ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়নের পতনকে ঐতিহাসিক রাশিয়ার মৃত্যু হিসেবে অভিহিত করেছেন। একইসঙ্গে সোভিয়েত রাশিয়ার পতনের পর নিজের ব্যক্তিগত সংকটের কথা বলেছেন রুশ প্রেসিডেন্ট।
পুতিন জানিয়েছেন, সোভিয়েত ইউনিয়ন ভাঙার পর অর্থনৈতিক সংকটে পড়ে বাড়তি কাজ হিসেবে ট্যাক্সি চালিয়েছিলেন তিনি।
তিনি বলেন, আমি কিছুসময় মুনলাইট (দ্বিতীয় কোনো কাজ) করতে বাধ্য হতাম। আমি ট্যাক্সি চালাতাম। এই বিষয়ে কথা বলা অপ্রীতিকর। কিন্তু এটা আসলে হয়েছে।
Discussion about this post