আন্তর্জাতিক ডেস্ক
ইরাকের রাজধানী বাগদাদের মার্কিন দূতাবাসের কাছে দুটি শক্তিশালী রকেট বিস্ফোরণ ঘটেছে। ইরাকের সেনাবাহিনী বিবৃতিতে জানিয়েছে, রবিবার প্রথম রকেটটিকে সি-র্যাম ডিফেন্স ব্যাটারির মাধ্যমে ধ্বংস করা হয়েছে। তবে দ্বিতীয় রকেটটি ভেতরে আঘাত হেনেছে। এতে দুটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। দুটিই কাতিউশা রকেট।
খবরে বলা হয়েছে, একটি রকেট মার্কিন দূতবাসের ৫০০ মিটারে দূরে আঘাত হানে। এর আগে সূত্র জানায়, রকেট দুইটি মার্কিন দূতাবাসের কাছে গুলি করে নামানো হয়েছিল। হামলার দায় স্বীকার করেনি কোনও গোষ্ঠী।
হামলায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। বাগদাদের গ্রিন জোন দেশটির সবচেয়ে সুরক্ষিত এলাকা। নিরাপত্তার চাদরে মোড়ানো থাকা এই কূটনৈতিক এলাকায় মাঝেমধ্যে রকেট হামলার খবর পাওয়া যায়। এসব হামলায় স্থানীয় জঙ্গি গোষ্ঠীগুলোর সঙ্গে ইরানের সম্পৃক্ততার দাবি করে আসছে যুক্তরাষ্ট্র।
ইরাকে এখনও আড়াই হাজার মার্কিন সেনা এবং জোটের এক হাজার বিদেশি সেনা অবস্থান করছে। বিদেশি সেনাদের উপস্থিতির বিরুদ্ধে এসব হামলা ঘটছে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
Discussion about this post