বাংলানিউজটোয়েন্টিফোর.কম
কারোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে ‘ফেস মাস্ক’ পরবেন না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু সাধারণ মানুষ ও স্বাস্থ্যকর্মীদের এটি পরতে তিনি পরামর্শ দিয়েছেন।
শনিবার (৪ এপ্রিল) আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।
ট্রাম্প বলেন, শুক্রবার (৩ এপ্রিল) গাইডেন্স ছিল ‘স্বেচ্ছাসেবী’। তিনি আমাকে ‘ফেস মাস্ক’ পরতে হবে না বলে জানিয়েছেন। কিন্তু আমি আশাবাদী, আমি এটি করবো।
এদিকে দ্বিতীয়বারের মতো করোনা ভাইরাস পরীক্ষা করেছেন মার্কিন ট্রাম্প। তার পরীক্ষার ফলাফলও রিপোর্ট নেগেটিভ এসেছে। তাই এখন পর্যন্ত করোনা সংক্রমিত হননি মার্কিন প্রেসিডেন্ট।
মার্কিন যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসে ছয় হাজার সাতশ ৮৬ জন মারা গেছে। এই মৃতের তালিকায় নতুন যোগ হয়েছে ৭১৬ জন। দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছে ২০ হাজার ৬২৯ জন। মোট আক্রান্তের সংখ্যা ২ লাখ ৬৫ হাজার ৫০৬ জন।
Discussion about this post