অনলাইন ডেস্ক
করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে রাশিয়ার শহরগুলো লকডাউন করা হয়েছে। হোম কোয়ারেন্টাইনে থাকা বাসিন্দাদের গতিবিধির ওপর নজর রাখতে উন্নত প্রযুক্তি ব্যবহার করছে মস্কো।
এই সময় মস্কোর বাসিন্দারা যাতে ঘর থেকে বের হতে না পারেন তার জন্য বসানো হয়েছে ১০ হাজার ফেস ট্র্যাক ক্যামেরা। খবর বিবিসির
দেশটির নগর কর্মকর্তারা জানিয়েছেন, মানুষের গতিবিধি পর্যবেক্ষণ করতে মস্কো শহরে ১০ হাজার ক্যামেরা বসানো হয়েছে। এসব ক্যামেরায় ফেসিয়াল রিকগনিশন সফ্টওয়্যার ইনস্টল করা হয়েছে। যা লোকজনের মোবাইল ফোনের মাধ্যমে সংযোগ করা থাকবে।
যারা কোয়ারেন্টাইন ভঙ্গ করে বাইরে বের হবে, সঙ্গে সঙ্গেই পুলিশের কাছে তাদের তথ্য চলে যাবে।
মস্কোর মেয়র সের্গেই সোবায়ানিন ফেব্রুয়ারিতে একটি ব্লগ পোস্টে লিখেছিলেন, যারা হোম কোয়ারেন্টাইন মানছেন না আমরা তাদের ওপর নজর রাখছি। স্বয়ংক্রিয়ভাবে তারা ক্যামেরায় ধরা পড়ছেন।
Discussion about this post