আন্তর্জাতিক ডেস্ক
করোনার নতুন ধরন ওমিক্রনের প্রভাবে বিশ্বজুড়ে সংক্রমণ ও রোগী বাড়ছে। সোমবারের আগের ২৪ ঘণ্টায় সৌদি আরবেও হাজারের বেশি মানুষের করোনা শনাক্ত হয়েছে। সংক্রমণ ঠেকাতে মক্কা ও মদিনায় সামাজিক দূরত্বের বিধি আরোপ করা হয়েছে।
সৌদির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, মক্কা ও মদিনায় নামাজি এবং ওমরাহ পালনকারীদের জন্য সামাজিক বিধিনিষেধ প্রযোজ্য হবে। সব দর্শনার্থীকে মাস্ক পরতে হবে। দেশটি ঘরের ভেতরে এবং বাইরে সব জায়গায় মাস্ক পরা ও সামাজিক দূরত্ব বজায় রাখা বাধ্যতামূলক করেছে। খবর বিবিসির
এক প্রতিবেদনে বলা হয়েছে, এর আগে ২৪ ঘণ্টায় দেশটিতে হাজারের বেশি রোগী শনাক্ত হয়েছে। গত আগস্টের পর একদিনে এটাই সর্বোচ্চ শনাক্ত।
এ সময়ে ভারতে ৩৩ হাজার ৭৫০ জনের করোনা শনাক্ত হয়েছে। এক সপ্তাহ আগেও এ সংখ্যা ছিল ১০ হাজারের মধ্যে। ভারতে গত সাতদিনে করোনার দৈনিক সংক্রমণ বেড়েছে ৪৩০ দশমিক ৮৩ শতাংশ। এরইমধ্যে সোমবার ১৫ থেকে ১৮ বছর বয়সী তরুণদের টিকা দেওয়া শুরু করেছে কর্তৃপক্ষ।
Discussion about this post