আন্তর্জাতিক ডেস্ক
করোনার টিকা নিতে বাধ্যবাধকতা এবং বিধিনিষেধের প্রতিবাদে উত্তাল বিভিন্ন দেশ।
ফ্রান্সের রাজধানী প্যারিসে নিরাপত্তা বাহিনীর সঙ্গে আন্দোলনকারীদের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। আহত হয়েছেন বেশ কয়েকজন। গ্রেফতার করা হয়েছে অন্তত ২৪ জনকে। এদিকে নতুন বিধিনিষেধ আরোপের বিরুদ্ধে ইতালি ও অস্ট্রিয়াতেও হয়েছে বিক্ষোভ।
ভ্যাকসিনবিরোধী বিক্ষোভে শনিবার বৃষ্টি উপেক্ষা করেই প্যারিসের রাস্তায় নামেন লাখো মানুষ। এ সময় টিকাবিরোধী স্লোগান দেন তারা। একপর্যায়ে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন আন্দোলনকারীরা। এতে বেশ কয়েকজন আন্দোলনকারী আহত হন। চালানো হয় ব্যাপক ধরপাকড়।
একজন আন্দোলনকারী বলেন, আমার বয়স ৬০ বছর এবং আমাকে অনেক সময় বাইরে ট্রাভেল করতে হয়। আমি বেশি সময় ঘরে কাটাতে পারব না। আমাদের অবশ্যই স্বাধীনভাবে চলাচলের অধিকার রয়েছে।
আরেকজন বলেন, তারা আমাদের দেহে কী প্রয়োগ করছে তা সম্পর্কে জানার আমাদের পূর্ণ অধিকার রয়েছে। না জানিযে দেহে প্রয়োগ করা এক প্রকার অপরাধ।
এদিকে ভ্যাকসিনবিরোধী আন্দোলনে উত্তাল ইতালি। দেশটির ৭৪ শতাংশ মানুষ দুই ডোজ ভ্যাকসিন নেওয়ার পরও বাড়ছে করোনা সংক্রমণ। এর মধ্যে নতুন করে আরোপ করায় শনিবার বিক্ষোভ করেন দেশটির হাজারো মানুষ।
এ ছাড়া বাধ্যতামূলক টিকার বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনাতেও।
Discussion about this post