আন্তর্জাতিক ডেস্ক
বাজেট অধিবেশনের আগ-মুহূর্তে ভারতীয় পার্লামেন্টে ৪ শতাধিক কর্মী আক্রান্ত হলেন করোনাভাইরাসে। গেলো চারদিনে তাদের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে। নির্ভরযোগ্য একাধিক সূত্রের বরাত দিয়ে তথ্যটি প্রকাশ করেছে, ভারতের বার্তা সংস্থা- এএনআই।
এএনআই জানায়, পার্লামেন্টের লোকসভা ও রাজ্যসভায় এক হাজার ৪০৯ জন কর্মী রয়েছেন। গেলো ৪ থেকে ৮ জানুয়ারির মধ্যে, তাদের ৪০২ জনের দেহে শনাক্ত হয় করোনা। এদেরমাঝে, নিম্নকক্ষের ২০০, উচ্চকক্ষের ৬৯ এবং পার্লামেন্টে সাথে সংশ্লিষ্ট ১৩৩ কর্মী রয়েছেন। তারা নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনে আক্রান্ত কিনা, তা জানতে নমুনা জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য পাঠানো হয়েছে।
এ ঘটনায় পার্লামেন্টের সব কর্মীকে সতর্ক থাকতে বলা হয়েছে। আক্রান্তদের সংস্পর্শে আসা ব্যক্তিদের রাখা হয়েছে আইসোলেশনে। ফেব্রুয়ারির ১ তারিখ বাজেট অধিবেশন শুরুর কথা; যা ঘিরে ছড়িয়েছে উৎকণ্ঠা।
Discussion about this post