আন্তর্জাতিক ডেস্ক
কাতারে কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না করোনা। ২৬ লাখের বেশি জনসংখ্যার দেশটিতে গত ১০ দিনে আক্রান্ত হয়েছেন ৩৬ হাজার মানুষ। শুক্রবার একদিনে আক্রান্ত হয়েছেন চার হাজারের বেশি। হঠাৎ সংক্রমণ বেড়ে যাওয়ায় আতঙ্কিত প্রবাসী বাংলাদেশিরা।
কাতারে আবারো করোনার ব্যাপক সংক্রমণ দেখা দিয়েছে। প্রতিদিনই রেকর্ড সংখ্যক মানুষ ভাইরাসটিতে আক্রান্ত হচ্ছেন। গত ১০ দিনে দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছেন ৩৬ হাজার মানুষ। শুক্রবার একদিনে আক্রান্ত হয়েছেন চার হাজারের বেশি।
সংক্রমণ বেড়ে যাওয়ায় এরমধ্য কঠোর বিধিনিষেধ আরোপ করেছে দেশটির সরকার। মাস্ক ব্যবহার ও স্বাস্থ্যবিধি মেনে না চলা ব্যক্তিদের করা হচ্ছে জেল জরিমানা। সংক্রমণ বেড়ে যাওয়ায় উদবিগ্ন প্রবাসী বাংলাদেশিরা।
২৬ লাখের বেশি জনসংখ্যা দেশটিতে এরই মধ্যে প্রায় শতভাগ মানুষকে করোনার ভ্যাকসিনের প্রথম ও দ্বিতীয় ডোজের আওতায় এনেছে সরকার। গণহারে চলছে বুস্টার ডোজ প্রয়োগ । তবে দেশটিতে সম্প্রতি করোনায় মারা যাওয়া ৭ জন ব্যক্তির মধ্যে কেউ ভ্যাকসিন গ্রহণ করেননি বলে জানিয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয়।
Discussion about this post