এখনও অব্যাহত থাকা ভারি তুষারপাতে সৃষ্ট দুর্যোগের প্রভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। ভার্জিনিয়া, জর্জিয়া এবং নর্থ ও সাউথ ক্যারোলাইনাসহ ১১টি অঙ্গরাজ্যের লক্ষাধিক বাসিন্দা বিদ্যুৎহীন। যুক্তরাষ্ট্রে অন্তত দু’জনের প্রাণহানির ঘটনা ঘটেছে।
বৈরি আবহাওয়ায় বন্ধ হয়ে গেছে সড়ক ও বিমান যোগাযোগ। জারি করা হয়েছে জরুরি অবস্থা। সপ্তাহজুড়েই ভারি তুষারপাত ও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ।
যুক্তরাষ্ট্রের ওহাইয়ো রাজ্যে সর্বোচ্চ আড়াই ফুট পর্যন্ত বরফের আস্তর জমা হয়েছে। পুরু তুষারের চাদরে ঢেকে গেছে মাইলের পর মাইল এলাকা। তবে বুধবার (১৯শে জানুয়ারি) রাতে আবারও ঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়াবিদরা। প্রকৃতির এই বিরূপ আচরণে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। তুষারের কারণে নর্থ ক্যারোলাইনা রাজ্যে গাড়ি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন দুজন। পুরু বরফে সড়ক ঢাকা পড়ে যাওয়ায় অনেক অঞ্চলেই বন্ধ হয়েছে যোগাযোগ ব্যবস্থা। এছাড়া বাতিল করা হয়েছে হাজার হাজার ফ্লাইট। রাস্তা থেকে বরফ সরাতে চলছে অভিযান।
কানাডার অন্টারিও ও কুইবেকে তীব্র তুষারঝড়ের পূর্বাভাস দেয়া হয়েছে। দুর্যোগ কবলিত এলাকায় সতর্কতা জারি করেছে প্রশাসন। আগামী সপ্তাহ পর্যন্ত থাকতে পারে এমন পরিস্থিতি, আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা।
Discussion about this post