আন্তর্জাতিক ডেস্ক
তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান ক্ষতিকর কনটেন্ট প্রচার করলে তুর্কি মিডিয়ার বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছেন। শনিবার তিনি বলেছেন, যদি তারা দেশের মৌলিক মূল্যবোধের ক্ষতি করে এমন কিছু প্রচার করে তাহলে প্রতিশোধমূলক পদক্ষেপ নেওয়া হতে পারে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।
অফিসিয়াল গ্যাজেটে প্রকাশিত এক নোটিসে এরদোয়ান বলেছেন, তুরস্কের জাতীয় সংস্কৃতি রক্ষা এবং লিখিত, মৌখিক ও ভিজ্যুয়াল মিডিয়ার মাধ্যমে দেশের শিশুদের ক্ষতিকর বিষয়বস্তুর (কনটেন্ট) প্রভাব থেকে রক্ষা করতে পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
এতে এমন কনটেন্টগুলো কী হতে পারে তা নির্দিষ্টভাবে উল্লেখ করেননি। তিনি বলেছেন, আমাদের জাতীয় ও নৈতিক মূল্যবোধের অবমাননা এবং পরিবার ও সামাজিক কাঠামোকে বিঘ্নিত করে এমন প্রকাশ্য বা গোপন কর্মকাণ্ডের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
প্রায় ২০ বছর ধরে তুরস্কের ক্ষমতায় রয়েছেন এরদোয়ান। তার দল একে পার্টির রক্ষণশীল ইসলামি মূল্যবোধের সঙ্গে খাপ খায় না এমন মিডিয়া কনটেন্টের সমালোচনা তিনি প্রায় সময় করে আসছেন।
তুরস্কে সম্প্রতি সংবাদমাধ্যমে নজরদারি বাড়ানো হয়েছে। দেশটির গুরুত্বপূর্ণ মিডিয়ার ৯০ শতাংশের মালিক রাষ্ট্র বা সরকার ঘনিষ্ঠ।
Discussion about this post