অনলাইন ডেস্ক
জলবায়ু পরিবর্তনের কারণে মাউন্ট এভারেস্টের বরফ দ্রুত গতিতে গলে যাচ্ছে। হিমবাহ যতটা সময় নিয়ে তৈরি হয়, তার চেয়ে ৮০ গুণ দ্রুততার সঙ্গে এটি গলছে বলে নতুন গবেষণায় উঠে এসেছে।
বিবিসি’র প্রতিবেদনে বলা হয়, গবেষণায় নেতৃত্বদানকারী বিজ্ঞানীরা জানান, এভারেস্টে বরফ জমাট হতে ২ হাজার বছর সময় লেগেছে। কিন্তু গত ২৫ বছরে এই বরফ ১৮০ ফুট এরও বেশি পুরুত্ব হারিয়েছে। যার অর্থ হলো, জমাট বাধার তুলনায় ৮০ গুণ দ্রুত গলেছে বরফ।
গবেষণাপত্রে বলা হয়, এভারেস্ট চূড়ায় এভাবে হিমবাহ গলে যাওয়া বড় ধরনের বিপর্যয়ের সংকেত। বিশ্বের ১৬০ কোটি মানুষের খাবার পানি, সেচের পানি, জলবিদ্যুত উৎপাদনের স্রোত- সব ওই হিমবাহ গলা পানি থেকেই আসে।
জলবায়ু পরিবর্তনের ফলে পৃথিবীর অন্যান্য উঁচু পর্বতের হিমবাহের অবস্থা কী হতে পারে বা হচ্ছে, সেই বিষয়টিকে ইঙ্গিত করছে মাউন্ট এভারেস্টের হিমবাহ গলে যাওয়ার এই গবেষণার ফলাফল।
Discussion about this post