আন্তর্জাতিক ডেস্ক
ওমিক্রনের থাবায় করোনা মহামারীর তৃতীয় ঢেউকে সামলে নিয়ে ভারতের বিভিন্ন রাজ্যে খুলতে শুরু করেছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো। সোমবার দিল্লীসহ চার রাজ্যে স্কুল খুলে দিয়েছে।
রাজ্যগুলোতে করোনা সংক্রমণ কিছুটা কমে আসায় শিক্ষার্থীরা স্বশরীরেস্কুলে প্রবেশ করতে পারছে। তবে করোনার স্বাস্থ্যবিধি আরও কড়াকড়ি করা হয়েছে।
প্রথম ধাপে সোমবার থেকে খুলেছে নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত। নার্সারিথেকে অষ্টম শ্রেণি পর্যন্ত ক্লাস শুরু হবে ১৪ ফেব্রুয়ারি।
কেন্দ্রীয় সরকারের নির্দেশনা অনুযায়ী করোনা ভাইরাসের দৈনিক সংক্রমণেরহার পাঁচ শতাংশের নীচে থাকলে শিক্ষা প্রতিষ্ঠান চালু করা যাবে।
তবে, রাজ্য সরকার মনে করলে নিজ ব্যবস্থাপনা অনুযায়ী স্কুল, কলেজ খুলেদিতে পারে বলেও মত দিয়েছে কেন্দ্র। তবে এক্ষেত্রে কেন্দ্রের নির্দেশনা মেনে চলতে হবে।
দিল্লি ছাড়া বাকি রাজ্যগুলো হলো উত্তর প্রদেশ, বিহার, ওডিশা ও কেরালা।নতুন নিয়ম অনুযায়ী শিক্ষকদের বিদ্যালয়ে ক্লাস নিতে হলে করোনার টিকা নেয়া বাধ্যতামূলক।
দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মনিশ সিসোদিয়া জানিয়েছেন, রাজধানীতে সরাসরিক্লাসের পাশাপাশি শিক্ষার্থীদের অনলাইন ক্লাসও চলবে।
Discussion about this post