আন্তর্জাতিক ডেস্ক
নিরাপত্তা এবং সহায়তা নিয়ে ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে আলাপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। হোয়াইট হাউজ জানিয়েছে, চলমান সংকট নিয়ে দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে শনিবার ৩০ মিনিট ফোনালাপ হয়েছে।
যদিও এ সংক্রান্ত বিস্তারিত জানায় বাইডেন প্রশাসন। তবে জেলেনস্কি এক টুইট বার্তায় বলেন, প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে ইউক্রেনের নিরাপত্তা, আর্থিক সহায়তা এবং রাশিয়া ওপর নিষেধাজ্ঞা অব্যাহত রাখার বিষয়ে আলোচনা হয়েছে।
ইউক্রেনে আগ্রাসনের জেরে রাশিয়ার বিরুদ্ধে চাপ অব্যাহত রাখতে রাজধানী কিয়েভে থেকেই বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে ফোনালাপ করে যাচ্ছেন প্রেসিডেন্ট জেলেনস্কি। ইতোমধ্যে নিষেধাজ্ঞায় জর্জরিত মস্কো। ইউক্রেনে অভিযানের জেরে রাশিয়ায় নিজেদের কার্যক্রম স্থগিতের ঘোষণা দিয়েছে মাস্টারকার্ড এবং ভিসা।
প্রতিষ্ঠানগুলো আলাদাভাবে জানিয়েছে, ইউক্রেনে রুশ আগ্রাসনের ফলে দেশটির আর্থিক ব্যবস্থায় সবশেষ আঘাত এটি। এরমধ্যেও ইউক্রেনের বিভিন্ন শহরে হামালা জোরদার করেছে রুশ বাহিনী।
সূত্র: আল জাজিরা, এনইসিএন।
Discussion about this post