আন্তর্জাতিক ডেস্ক
করোনাভাইরাসে সাহসি দেশ গুলো আজ অসহায়। মানবতা হাহাকারে আবর্তিত। তছনছ করে দিয়েছে আধুনিক তথ্য প্রযুক্তির নাম- নিশানা। ভয়াবহ তাণ্ডব চলছে যুক্তরাষ্ট্রে। মৃত্যু ও আক্রান্তের মিছিলে যুক্তরাষ্ট্র শীর্ষে। গত ২৪ ঘণ্টায় এ ভাইরাসে দেশটিতে আরও ১ হাজার ৭১৯ জনের প্রাণ কেড়ে নিয়েছে। ফলে এই ভাইরাসে যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ হাজার ৫৯৭ জনে। এতে প্রথমবারের মতো কোনো দেশে মৃতের সংখ্যা ২০ হাজার ছাড়াল। দেশটিতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ লাখ ৩৩ হাজার ২৫৯ জনে।
এদিকে, মৃতের সংখ্যায় যুক্তরাষ্ট্রের পরের অবস্থানে রয়েছে ইউরোপের দেশ ইতালি। দেশটিতে এখন পর্যন্ত ১৯ হাজার ৪৬৮ জন মানুষের মৃত্যু হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ৬১৯ জনের প্রাণ গেছে। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ১ লাখ ৫২ হাজার ২৭১ জন।
মৃত্যুর হিসেবে ইতালির পরের অবস্থানেই রয়েছে স্পেন। দেশটিতে এখন পর্যন্ত ১৬ হাজার ৬০৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ৫২৫ জনের মৃত্যু হয়েছে। সবমিলিয়ে আক্রান্তের সংখ্যা ১ লাখ ৬৩ হাজার ২৭ জন।
মৃত্যুর তালিকার চার নম্বরে রয়েছে ফ্রান্স। দেশটিতে এখন পর্যন্ত ১৩ হাজার ৮৩২ জনের মৃত্যু হয়েছে। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু ৬৩৫ জনের। সবমিলিয়ে আক্রান্তের সংখ্যা ১ লাখ ২৯ হাজার ৬৫৪ জনে।
মৃত্যু তালিকায় ফ্রান্সের পরের অবস্থানে রয়েছে ইউরোপের আরেক দেশ ব্রিটেন। দেশটিতে এখন পর্যন্ত ৯ হাজার ৮৭৫ জনের মৃত্যু হয়েছে। দেশটিতে আক্রান্তের সংখ্যা ৭৮ হাজার ৯৯১ জন।
এদিকে জার্মানিতে ১ লাখ ২৪ হাজারের বেশি মানুষ আক্রান্ত হলেও দেশটিতে মাত্র ২ হাজার ৭৩৪ জনের মৃত্যু হয়েছে।
এদিকে, চীনের উহান থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া এই ভাইরাসে গোটাবিশ্বে এখন পর্যন্ত ১৭ লাখ ৭৭ হাজার ৫১৫ জন মানুষ আক্রান্ত হয়েছে। আর প্রাণ গেছে ১ লাখ ৮ হাজার ৮৬২ জনের। হিসাব অনুযায়ী, প্রতি ১৬ জনের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। আর সুস্থ হয়েছে ৪ লাখ ৪ হাজার ২৩৬ জন। হিসেব অনুযায়ী এখন পর্যন্ত প্রতি চারজনের একজন করে সুস্থ হয়েছে।
Discussion about this post