আন্তর্জাতিক ডেস্ক
ভারতের শাসক টিপু সুলতানের হাতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির পরাজয় মুহূর্ত উপজীব্য করে আঁকা একটি চিত্রকর্ম নিলামে বিক্রি করা হয়েছে। বুধবার (৩০ মার্চ) লন্ডনে নিলাম প্রতিষ্ঠান সদবি চিত্রকর্মটি নিলামে তোলে। চিত্রকর্মটির প্রাথমিক মূল্য ৩ লাখ ৭০ হাজার পাউন্ড ধরা হলেও সবশেষ ৫ লাখ পাউন্ডে বিক্রি হয়।
বিবিসি জানায়, চিত্রকর্মটিতে ১৭৮০ সালে মহীশুরের সুলতান হায়দার আলি ও তাঁর পুত্র টিপু সুলতানের বাহিনীর সঙ্গে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাহিনীর যুদ্ধ তুলে ধরা হয়েছে; যা পল্লীপুরের যুদ্ধ হিসাবে পরিচিত। এই যুদ্ধে টিপু সুলতানের হাতে কোম্পানির পরাজয় ঘটে।
৩২ ফুট লম্বা চিত্রকর্মটিতে দেখা যায়, একদিকে হাতির পিঠে চড়ে সৈন্যদের নেতৃত্ব দিচ্ছেন টিপু সুলতান। অন্যদিকে তাঁর সৈন্যরা কোম্পানির সৈন্যদের চারদিক দিয়ে ঘিরে আক্রমণ করছে। ইতিহাসবিদ উইলিয়াম ডালরিম্পল তাঁর ‘দ্য অ্যানার্কি’ বইয়ে টিপু সুলতানের সঙ্গে যুদ্ধে ইস্ট ইন্ডিয়া কোম্পানির ওই পরাজয়কে উপমহাদেশে ‘উপনিবেশবাদের সর্বশ্রেষ্ঠ পরাজয়’ বলে অভিহিত করেন।
১৭৮৪ সালে পল্লীপুর যুদ্ধকে উপজীব্য করে চিত্রকর্ম আঁকার নির্দেশ দেন টিপু সুলতান। মহীশুরের তৎকালীন রাজধানী শ্রীরঙ্গপট্টমে রাজপ্রাসাদের দেয়ালে ও বিভিন্ন প্রাচীরে এগুলো আঁকা হয়। এ ছাড়া এ যুদ্ধ নিয়ে কাগজের ওপরও কিছু চিত্রকর্ম আঁকা হয়। ওই চিত্রকর্মগুলোর একটি ২০১০ সালে নিলামে তোলা হয় এবং এটি কাতারের ‘মিউজিয়াম অব ইসলামিক আর্ট’-এর সংগ্রহে নেওয়া হয়।
অসাধারণ দক্ষতা, বুদ্ধিমত্তা, কৌশলপূর্ণ রাজ্য পরিচালনা ও অসাধারণ সমর নৈপুণ্যের জন্য ইতিহাসে টিপু সুলতান ‘মহীশুরের বাঘ’ নামে খ্যাত। যদিও ১৭৯৯ সালে ব্রিটিশদের কাছেই পরাজিত ও নিহত হন টিপু সুলতান। মৃত্যুর আগ পর্যন্ত ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করে গেছেন এই মহান শাসক।
Discussion about this post