আন্তর্জাতিক ডেস্ক
ইউক্রেন ইস্যুকে কেন্দ্রে করে রাশিয়ার ওপর চাপ ক্রমেই বাড়ছে। এবার জাতিসংঘের মানবাধিকার পরিষদ থেকে রাশিয়ার সদস্যপদ স্থগিতের জন্য সাধারণ পরিষদে ভোটাভুটি হতে যাচ্ছে। বৃহস্পতিবার (৭ এপ্রিল) রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
জানা গেছে, সাধারণ পরিষদের দুই-তৃতীয়াংশ সদস্যদের ভোটে মানবাধিকার পরিষদ থেকে যে কোনো রাষ্ট্রের সদস্যপদ স্থগিত হতে পারে। ২০১১ সালে একই প্রক্রিয়ায় লিবিয়ার সদস্যপদ স্থগিত করা হয়।
জাতিসংঘের সাধারণ পরিষদে ১৯৩ সদস্য রয়েছে। মস্কোর সদস্যপদ স্থগিতের ক্ষেত্রে পশ্চিমাদেশগুলো খুবই আশাবাদী। এ সম্পর্কিত খসড়ায় ইউক্রেনের মানবাধিকার সংকটের বিষয়ে উদ্বেগ প্রকাশ করা হয়।
পদক্ষেপের ব্যাপারে জাতিসংঘে নিযুক্ত যুক্তরাষ্ট্রের প্রতিনিধি লিন্ডা থমাস গ্রিনফিল্ড বলেন, আমরা রাশিয়াকে এ ধরনের কর্মকাণ্ড পরিচালনা করার ক্ষেত্রে অনুমোদন দিতে পারি না।
এদিকে রাশিয়ার পক্ষ থেকে সতর্ক করে জানানো হয়েছে, যেসব দেশ রাশিয়ার বিরুদ্ধে ভোট দেবে তাদের শত্রু হিসেবে বিবেচনা করা হবে।
যুক্তরাষ্ট্রের সঙ্গে টানা এক মাস ধরে উত্তেজনা চলার পর গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে আগ্রাসন চালায় রাশিয়া। এরই মধ্যে শত শত বেসামরিক মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে দেশটিতে। এদিকে ইউক্রেন ছেড়ে পালিয়েছেন ৩০ লাখের বেশি মানুষ।
Discussion about this post