আন্তর্জাতিক ডেস্ক
ভারতীয় লেখক গীতাঞ্জলি শ্রী এবার সাহিত্য জগতের আলোচিত ‘আন্তর্জাতিক বুকার পুরস্কার’ লাভ করেছেন। আজ ২৭ মে বিবিসি অনলাইনের একটি প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
গীতাঞ্জলি শ্রী ‘রেত সমাধি’ উপন্যাসের ইংরেজি অনুবাদ ‘টম্ব অব স্যান্ড’র জন্য এ পুরস্কার লাভ করেন। উপন্যাসটি হিন্দি থেকে ইংরেজিতে অনুবাদ করেন যুক্তরাষ্ট্রের অনুবাদক ডেইজি রকওয়েল।
জানা যায়, হিন্দি সাহিত্যের কোনো উপন্যাস এই প্রথম বুকার পুরস্কার লাভ করল। উপন্যাসটি ১৯৪৭ সালের দেশভাগের প্রেক্ষাপটে লেখা হয়েছে। এর কেন্দ্রীয় চরিত্র ৮০ বছর বয়সী এক নারী।
হিন্দি ‘রেত সমাধি’ বইটি ২০১৮ সালে প্রকাশিত হয়। এর ইংরেজি অনুবাদ ‘টম্ব অব স্যান্ড’ যুক্তরাজ্যে প্রকাশিত হয়।
সূত্র জানায়, গীতাঞ্জলি শ্রীর জন্ম ভারতের উত্তর প্রদেশে। ৬৪ বছর বয়সী এ লেখকের মাত্র তিনটি উপন্যাস। এ ছাড়া কয়েকটি গল্পসমগ্র আছে।
যুক্তরাজ্য বা আয়ারল্যান্ড থেকে প্রকাশিত ইংরেজিতে লেখা বা অনূদিত উপন্যাস প্রতিবছর এ পুরস্কারের জন্য বিবেচিত হয়। পুরস্কারের মূল্যমান ৫০ হাজার পাউন্ড। এ অর্থ লেখক ও অনুবাদকের মধ্যে ভাগ করা হবে।
Discussion about this post