আন্তর্জাতিক ডেস্ক
বিশ্বব্যাপী আমেরিকান জোটকে পুনরায় শক্তিশালী করতে ভারত, ইসরায়েল এবং সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে আইটুইউটু নামে নতুন জোট গঠন করেছে যুক্তরাষ্ট্র সরকার। জোটে আইটু বলতে ইন্ডিয়া ও ইসরায়েল এবং ইউটু বলতে ইউএই ও ইউএস’কে বোঝানো হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ১৩ থেকে ১৬ জুলাই পশ্চিম এশিয়া সফরে যাবেন।
এ সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট এবং সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে আইটুইউটু জোটের প্রথম ভার্চুয়াল সম্মেলনে যোগ দেবেন বাইডেন। হোয়াইট হাউস সূত্রে এ কথা জানা গেছে। খবর দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের।
হোয়াইট হাউস জানিয়েছে, বিশ্বব্যাপী আমেরিকান জোটকে পুনরুজ্জীবিত এবং শক্তিশালী করতে নতুন এ জোটটি হবে বাইডেন প্রশাসনের প্রচেষ্টার অংশ। এর আগে গত অক্টোবরে ওই চার দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। সে সময় চার দেশের জোটকে ‘ইন্টারন্যাশনাল ফোরাম ফর ইকোনমিক কো-অপারেশন’ বলা হয়েছিল। আর এবার সেই চার দেশেরই রাষ্ট্রপ্রধান আইটুইউটু সংগঠন গড়ে সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন।
মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র নেড প্রাইস বলেন, জোটের অন্তর্ভুক্ত চার দেশের শীর্ষ নেতারা খাদ্য নিরাপত্তা সংকট নিয়ে আলোচনার জন্য আগামী মাসে আইটুইউটু গ্রুপের প্রথম ভার্চুয়াল শীর্ষ সম্মেলনে যোগ দেবেন। এ দেশগুলোর প্রতিটিই প্রযুক্তির কেন্দ্র। ভারত একটি বিশাল ভোক্তা বাজার। দেশটি উচ্চ প্রযুক্তি এবং উচ্চ চাহিদাসম্পন্ন পণ্যগুলোর বিশাল উৎপাদক। সুতরাং এমন অনেক ক্ষেত্র রয়েছে, যেখানে এসব দেশ একসঙ্গে কাজ করতে পারে। সেটা হোক প্রযুক্তি, বাণিজ্য, জলবায়ু, কভিড-১৯ কিংবা নিরাপত্তা; বলেন তিনি।
ইসরায়েল-আমিরাতের সম্পর্ক নিয়ে প্রাইস বলেন, আমাদের স্বার্থে দেশ দুটির মধ্যে অর্থ ও বাণিজ্যিক সম্পর্ক আরও গভীর করতে চাই। সাম্প্রতিক সময়ে দেশ দুটি নিজেদের মধ্যে অর্থনৈতিক ক্ষেত্রসহ অন্যান্য বিষয়ে সম্পর্ক আরও গভীর করেছে।
বাইডেন মধ্যপ্রাচ্যে সফরকালে প্রথমে ইসরায়েল যাবেন। প্রেসিডেন্ট হিসেবে এটি মধ্যপ্রাচ্যে তাঁর প্রথম সফর। এ সময় তিনি ইসরায়েলের পাশাপাশি পশ্চিম তীর এবং সৌদি আরব সফর করবেন।
বাইডেনের এ সফরটি ইসরায়েল, জর্ডান এবং মিসরের মধ্যে সম্পর্ক গভীর করার মাধ্যমে সংযুক্ত আরব আমিরাত, মরক্কো এবং বাহরাইনের সঙ্গে আব্রাহাম চুক্তির মাধ্যমে উভয় অঞ্চলে ইসরায়েলের ক্রমবর্ধমান একীকরণের দিকেও মনোনিবেশ করবে।
Discussion about this post