আন্তর্জাতিক ডেস্ক
গবেষণা, উন্নয়ন প্রকল্পে জাতীয় অগ্রাধিকার ঘোষণা করেছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। স্থানীয় সময় বৃহস্পতিবার তিনি এই ঘোষণা দেন।
২০ বছরের এই পরিকল্পনার মধ্যে রয়েছে স্বাস্থ্য, টেকসই পরিবেশ, জ্বালানি ও শিল্পে নেতৃত্ব প্রদান এবং ভিশন ২০৩০-এর সঙ্গে সামঞ্জস্য রেখে ভবিষ্যত অর্থনীতির ক্ষেত্রে উন্নয়ন।
এসব পরিকল্পনা বাস্তবায়নে সৌদি ক্রাউন প্রিন্সের নেতৃত্বে একটি উচ্চতর কমিটি গঠনের মাধ্যমে গবেষণা ও উন্নয়ন খাত পুনর্গঠন করা হবে। এই পরিকল্পনায় সৌদি আরবে বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনী খাতে হাজার হাজার মানুষের চাকরির সুযোগ তৈরি হবে।
সূত্র: আরব নিউজ
Discussion about this post