আন্তর্জাতিক ডেস্ক
বরিস জনসন সরকারের প্রভাবশালী দুই মন্ত্রীর পদত্যাগের পর নতুন দুই মন্ত্রীর নাম ঘোষণা করেছে ব্রিটেন সরকার। যুক্তরাজ্যের নতুন অর্থমন্ত্রী হচ্ছেন ইরাকি বংশোদ্ভূত নাদিম জাহাবি আর নতুন স্বাস্থ্যমন্ত্রী হচ্ছেন বরিস জনসনের চিফ অব স্টাফ স্টিভ বার্কলের।
আজ বুধবার (৬ জুলাই) যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দপ্তরের বরাত দিয়ে এমন তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এজেন্সি ফ্রান্স-প্রেস (এএফপি)।
সংস্থাটি জানিয়েছে, প্রধানমন্ত্রী বরিস জনসনের নেতৃত্বে অনাস্থা জানিয়ে যুক্তরাজ্যের অর্থমন্ত্রী ঋষি সুনাক ও স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদের আচমকা পদত্যাগের পরই নতুন অর্থমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রীর নাম ঘোষণা করেছে যুক্তরাজ্য। দেশটির নতুন অর্থমন্ত্রী হচ্ছেন নাদিম জাহাবি আর নতুন স্বাস্থ্যমন্ত্রী হচ্ছেন স্টিভ বার্কলের।
এর আগে মঙ্গলবার (৫ জুলাই) নিজেদের পদত্যাগপত্র জমা দেন সাবেক অর্থমন্ত্রী ঋষি সুনাক ও স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদ। প্রভাবশালী এই দুই মন্ত্রীর পদত্যাগের পরই নতুন মন্ত্রী নিয়োগের এই সিদ্ধান্ত নেয় বরিস জনসন সরকার।
নতুন অর্থমন্ত্রীর দায়িত্ব পাওয়া নাদিম জাহাবি এতোদিন শিক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করে আসছিলেন। নতুন করে অর্থমন্ত্রীর পদে তার নিয়োগ অনুমোদন দিয়েছেন রানি দ্বিতীয় এলিজাবেথ।
এদিকে নাদিমকে অর্থমন্ত্রী হিসেবে নিয়োগ দেয়ায় যুক্তরাজ্যের শিক্ষামন্ত্রীর পদ খালি হয়ে যায়। ওই পদে জনসন নিজের অনুগত মিশেল ডোনেলানের নাম ঘোষণা করেছেন।
Discussion about this post