অনলাইন ডেস্ক
বিশ্বের সবচেয়ে কুৎসিত কুকুরের প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে মিস্টার হ্যাপি ফেস নামের একটি কুকুর। পুরস্কার হিসেবে দেড় হাজার ডলার পেয়েছে কুকুরটির মালিক। রাস্তাঘাটে অবহেলিত অবস্থায় বহু কুকুর পড়ে থাকে। এসব কুকুরকে লালন পালনে উৎসাহ দিতেই এমন উদ্যোগ।
মিস্টার হ্যাপি ফেস নামের কুকুরটির গায়ে লোম নেই, দাঁত নেই, মুখের চামড়া কোকড়ানো। তাকে দেখতে হায়েনা বা বেবুনের মতো লাগে। মাথা কিছুটা গরিলার মতো। প্রতিযোগিত্র উদ্যোক্তারা চান, কুকুর দেখতে যেমনই হোক সে ভালোবাসা পাওয়ার যোগ্য। মানুষ যেন ভালোবেসেই এসব নিরীহ প্রাণীর পাশে থাকে- সেটিই চান তারা।
মিস্টার হ্যাপি পেস একসময় অবহেলিত অবস্থার মধ্য দিয়ে গেছে। টিউমার ছিল, স্নায়ুব্কি সমস্যা ছিল, ডায়াপারের প্রয়োজন হতো। দাঁড়াতে ও হাঁটতেও অসুবিধা হতো। এখন তার বয়স ১৭। প্রতিযোগিতার এক বিচারক জানান, মিস্টার হ্যাপি ফেইস চ্যাম্পিয়ন হওয়ার যোগ্য। কুকুরটি শারিরীকভাবে যেসব বাধা অতিক্রম করেছে- তা এককথায় বিস্ময়কর।
সূত্র: নিউ ইয়র্ক টাইমস
Discussion about this post