আন্তর্জাতিক ডেস্ক
রোহিঙ্গা গণহত্যা নিয়ে চলমান মামলায় মিয়ানমারের আপত্তি খারিজ করে দিয়েছেন আন্তর্জাতিক আদালত (আইসিজে)। আইসিজের এ রায়কে স্বাগত জানিয়েছে বাংলাদেশ।
শুক্রবার (২২ জুলাই) এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, আইসিজের রায় আইনি ও পদ্ধতিগত ভিত্তিতে মিয়ানমারের চারটি প্রাথমিক আপত্তি প্রত্যাখ্যান করেছে।
এটি আন্তর্জাতিক ন্যায়বিচার ও জবাবদিহিতার প্রশ্নে রোহিঙ্গা সঙ্কটের একটি টেকসই সমাধান খুঁজে বের করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছে বাংলাদেশ।
বিবৃতিতে উল্লেখ করা হয়, রোহিঙ্গাদের বৈধ অধিকার পুনরুদ্ধার করে মিয়ানমারে তাদের নিজভূমে টেকসই প্রত্যাবাসনের জন্য একটি আস্থা তৈরির ক্ষেত্রে এ রায় কাজে আসবে।
শুক্রবার নেদারল্যান্ডসের হেগে কোর্টের প্রেসিডেন্ট জন. ই. ডোনোগুয়ে প্রায় ৫০ মিনিটের রায়ে মিয়ানমারের চারটি আপত্তি খারিজ করে দেন।
Discussion about this post