আন্তর্জাতিক ডেস্ক
ইউক্রেনের জাপোরিঝিয়ার পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ফের হামলা চালিয়েছে রাশিয়া। এটি ইউরোপের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞার আহ্বান জানিয়ে এ দাবি করেছে ইউক্রেন। রোববার (৭ আগস্ট) রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
ইউক্রেনের রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি সংস্থা জানিয়েছে, রাশিয়ান বাহিনী শনিবার রাতে নতুন করে গোলাবর্ষণ করেছে। এতে কেন্দ্রটির তিনটি বিকিরণ সেন্সর ক্ষতিগ্রস্ত হয়েছে।
শুক্রবার রাশিয়ার নিয়ন্ত্রিত অঞ্চলের ওই কেন্দ্রটিতে গোলাবর্ষণ শুর হয়। তবে মস্কো এই হামলার জন্য ইউক্রেনের বাহিনীকে দায়ি করেছে।
এদিকে শস্য ও সূর্যমুখী তেল নিয়ে ইউক্রেন বন্দর ছেড়েছে আরও চার জাহাজ। নিরাপদ করিডোর দিয়ে ওই জাহাজগুলো ইউক্রেনের বিভিন্ন বন্দর থেকে ছেড়ে গেছে।
Discussion about this post