অনলাইন ডেস্ক
সৌদি আরব ঘোষিত ১৬০ দেশের শিক্ষার্থী, শিক্ষাবিদ ও গবেষকদের জন্য ‘স্টাডি ইন সৌদি আরব’ উচ্চশিক্ষার কর্মসূচিতে এখন পর্যন্ত নিবন্ধন করেছেন বিভিন্ন দেশের ৫০ হাজারেরও বেশি শিক্ষার্থী।
গত মঙ্গলবার (২৫ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সৌদি গেজেট।
গত ২৭ সেপ্টেম্বর বিশ্বের ১৬০ দেশের শিক্ষার্থী, শিক্ষাবিদ ও গবেষকদের জন্য ‘স্টাডি ইন সৌদি আরব’ উচ্চশিক্ষা কর্মসূচি গ্রহণ করে সৌদি আরব। নারী-পুরুষ সবার জন্য উচ্চতর গবেষণা খাতে শিক্ষার মান বৃদ্ধিতে স্বল্পমেয়াদি ও দীর্ঘমেয়াদি দুই ধরনের শিক্ষা ভিসা দেওয়ার ঘোষণা দেয় সৌদি আরব।
শিক্ষাগত ভিসা প্রকল্পের লক্ষ্য হল অসামান্য প্রতিভাধারী শিক্ষার্থীদের আকৃষ্ট করার পাশাপাশি শিক্ষাগত প্রক্রিয়ার গুণমান এবং গবেষণা ও উদ্ভাবনের ফলাফল বাড়ানো এই সিদ্ধান্তের লক্ষ্য বলে জানিয়েছে দেশটির শিক্ষা মন্ত্রণালয়।
এছাড়া সৌদি আরবকে একটি আকর্ষণীয় বৈশ্বিক শিক্ষাগত গন্তব্য হিসেবে উপস্থাপন করার পাশাপাশি বিশ্বব্যাপী সৌদি শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণিবিন্যাস ও দক্ষতা বৃদ্ধি করা এবং মধ্যপন্থা ও আরবি ভাষা শিক্ষার মূল্যবোধ ছড়িয়ে দেওয়াও এই স্কিমটির লক্ষ্য।
Discussion about this post