আন্তর্জাতিক ডেস্ক
ইউক্রেন যুদ্ধের জন্য সেনা সংগ্রহের ক্যাম্পেইনের সমাপ্তি ঘোষণা করেছে রাশিয়া। আর রুশ সেনাদের প্রতিহত করতে ইউক্রেনকে আরো ২৭৫ মিলিয়ন সামরিক সরঞ্জাম পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, শুক্রবার রাশিয়ার পক্ষ থেকে ইউক্রেন যুদ্ধের জন্য সেনা সংগ্রহের ক্যাম্পেইন সমাপ্তি ঘোষণা করা হয়েছে। এক মাসে কয়েক হাজার সেনা জমায়েত করা হয়েছে। এরমধ্যে এক চতুর্থাংশের বেশি সেনাকে ইউক্রেনে পাঠানো হয়েছে। রাশিয়ার এ ক্যাম্পেইন দ্বিতীয় বিশ্ব যুদ্ধের পর বড় সেনা সমাবেশ ছিল।
এদিকে, পেন্টগনের তৈরি অস্ত্র, গোলাবারু ও সামরিক সরঞ্জামসহ আরো ২৭৫ বিলিয়ন মার্কিন ডলার সহায়তার ঘোষণা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। এ নিয়ে বাইডেন প্রশাসনের অধীনে ইউক্রেনকে ১৮.৫ বিলিয়ন ডলার মূল্যের সামরিক সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র।
মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যান্টনি ব্লিনকেন বলেন, আগামী মাসে ইউক্রেনের প্রয়োজন অনুযায়ী শুরুতে দুটি উচ্চক্ষমতা সম্পন্ন যুদ্ধবিমান প্রতিরোধী নাসামস নামক অস্ত্র কিয়েভে পাঠানোর কাজ চলছে।
তিনি আরো বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র তার অংশীদার ও মিত্রদের কাছে থাকা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইউক্রেনে পাঠানোর জন্য কাজ করছে।
অন্যদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মস্কোর সেনা সংযোজন ক্যাম্পেইনের সমাপ্তির ঘোষণাকে সন্দেহজনক মনে করছেন। তিনি বলেন, সেনারা ভালোভাবে প্রস্তুতি নেয়নি। তাই রাশিয়া নতুন করে সেনা সংগ্রহ করবে।
Discussion about this post