আন্তর্জাতিক ডেস্ক
তীব্র বায়ু দূষণের কারণে আজ শনিবার (৫ নভেম্বর) থেকে বন্ধ থাকবে ভারতের রাজধানী দিল্লির সকল প্রাথমিক বিদ্যালয়। খবর এনডিটিভি।
শুক্রবার (৪ নভেম্বর) এক বিবৃতিতে এ ঘোষণা দিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এখন থেকে ক্লাস হবে অনলাইনে।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, দূষণের অবস্থার অবনতির কারণে ৫ নভেম্বর শনিবার থেকে জাতীয় রাজধানীতে সমস্ত প্রাথমিক বিদ্যালয় বন্ধ থাকবে।
মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেন, আমরা দূষণ পরিস্থিতি নিয়ন্ত্রণে সমস্ত পদক্ষেপ নিচ্ছি। এর পরিবর্তে, আমরা আগামীকাল থেকে দিল্লির সমস্ত প্রাথমিক বিদ্যালয় বন্ধ করে দিচ্ছি। এছাড়াও ৫ তম শ্রেণীর উপরে সমস্ত শ্রেণির জন্য বহিরঙ্গন কার্যক্রম বন্ধ করে দিচ্ছি।
এছাড়া বার্তা সংস্থা পিটিআইকে কেজরিওয়াল বলেন, বায়ুদূষণ কমাতে যানবাহনের জন্য জোড়-বিজোড় স্কিম বাস্তবায়নের বিষয়ে চিন্তাভাবনা করা হচ্ছে।’
দিল্লির পরিবেশ মন্ত্রী গোপার রয় জানান, ৫০ শতাংশ সরকারি কর্মকর্তাদের বাড়ি থেকে অফিস করতে বলা হয়েছে। একই সঙ্গে বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও এই নিয়ম অনুসরণ করার পরামর্শ দিয়েছেন তিনি।
প্রসঙ্গত, দিল্লিতে বর্তমানে ২,৭৫৫টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। শনিবার থেকে এগুলো বন্ধ থাকবে। তবে উচ্চ প্রাথমিক, মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক স্তরের ক্লাস চলবে। তবে সেসব শিক্ষার্থীরা যেন স্কুলের বাইরে সময় না কাটায় সে বিষয়ে সতর্কতা জারি করা হয়েছে।
Discussion about this post