আন্তর্জাতিক ডেস্ক
এক মাসের কম সময় আগে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়া ঋষি সুনাকের বিরুদ্ধেও নিজের দলের আইনপ্রণেতাদের বড় একটি অংশ বিদ্রোহ করেছেন। তাঁদের বিরোধিতার মুখে সরকার গৃহনির্মাণ-বিষয়ক একটি বিল নিয়ে পিছু হটেছে। খবর ডেইলি মিররের।
বিতর্কের পর ভোটাভুটির জন্য আগামী সোমবার বিলটি পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্সে তোলার কথা ছিল। কিন্তু ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির ৪৭ সংসদ সদস্যের বিরোধিতার কারণে সেই পরিকল্পনা বাদ দিয়েছে সরকার। এটা ঋষি সুনাকের জন্য একটি বড় ধাক্কা।
বিলটিতে স্থানীয় কাউন্সিলের ওপর সরকারের বাধ্যতামূলক গৃহনির্মাণের লক্ষ্যমাত্রা বেঁধে দেওয়ার প্রস্তাব রয়েছে, যার বিরোধিতা করছেন এসব এমপি। এর নেতৃত্বে রয়েছেন সাবেক পরিবেশমন্ত্রী থেরেসা ভিলিয়ার্স। বিলটিতে ঋষি সুনাকের পক্ষে মাত্র ৬৯ জন কনজারভেটিভ এমপি সমর্থন দিচ্ছেন। লেবার পার্টিসহ পার্লামেন্টে অন্য বিরোধী দলের বিদ্রোহী টোরি এমপিদের পক্ষ নিলে শেষ পর্যন্ত তা পাস হবে না।
নিজ দলের এমপি ও মন্ত্রীদের বিরোধিতার কারণে গত কয়েক বছরে যুক্তরাজ্যে কয়েকটি সরকারের পতন ঘটেছে। বিলটি নিয়ে ভোটাভুটি পেছানোর মাধ্যমে সরকার অবশ্য সম্ভাব্য বিদ্রোহীদের সঙ্গে সমঝোতা করার সময় পাবে।
Discussion about this post