অনলাইন ডেস্ক
ভারতে তৃতীয় দফায় আরো দুই সপ্তাহ লকডাউন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ৩ মে পর্যন্ত লকডাউন বলবৎ থাকা অবস্থায় সারা দেশে আরো দুই সপ্তাহ বাড়ানোর ঘোষণা দিল কেন্দ্রীয় সরকার।
আজ শুক্রবার(১মে) সন্ধ্যায় এ খবর নিশ্চিত করেছে হিন্দুস্তান টাইমসসহ ভারতীয় সংবাদমাধ্যমগুলো। করোনা ভাইরাসের প্রকোপ না কমায় দফায় দফায় মন্ত্রিদের নিয়ে বৈঠক শেষে এ সিদ্ধান্ত নেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
এর আগে গত ১৪ এপ্রিল লকডাউনের মধ্যেই করোনা আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় ৩ মে পর্যন্ত লকডাউন বাড়ানোর ঘোষণা দেয় ভারত। সেই মেয়াদ শেষ হওয়ার আগেই পরিস্থিতি বিবেচনায় এলো নতুন সিদ্ধান্ত।
এদিকে ভারতে আজ শুক্রবার পর্যন্ত করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা ৩৫ হাজার ৩৬৫ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৯ হাজার ৬৫ জন, মৃত্যু হয়েছে ১১৫২ জনের।
Discussion about this post