শিক্ষার আলো ডেস্ক
বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন বেসরকারি প্রতিষ্ঠানসমূহে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে চার(৪) বছর মেয়াদি বিভিন্ন ডিপ্লোমা কোর্সের ভর্তির আবেদনের সময় বৃদ্ধি করা হয়েছে। নতুন সূচি অনুযায়ী আগ্রহী শিক্ষার্থীরা ২৪ অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন।
রোববার (১৩ অক্টোবর) কারিগরি শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আরো পড়ুন-এইচএসসির ফল পুনঃনিরীক্ষণের আবেদন ১৬-২২ অক্টোবর
এতে বলা হয়, ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা-ইন-টেক্সটাইল, ডিপ্লোমা-ইন-কৃষি, ডিপ্লোমা-ইন-ফিশারিজ এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসমূহে ২ বছর মেয়াদি এইচএসসি (বিএমটি), এইচএসসি (ভোকেশনাল) ও ডিপ্লোমা-ইন- কমার্স কোর্স শিক্ষাক্রমে অনলাইনে ভর্তির সময় বাড়ানো হয়েছে। এখন আগ্রহী শিক্ষার্থীরা ২৪ অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন।
ভর্তির আবেদন ফি প্রদান পদ্ধতিসহ আবেদন ও নিশ্চায়নের নিয়মাবলী ভর্তি-বিষয়ক ওয়েবসাইটে পাওয়া যাবে। ভর্তির বিস্তারিত তথ্য জানতে ওয়েবসাইট: www.bteb.gov.bd
Discussion about this post