মানুষের মৌলিক চাহিদা ৫টি । খাদ্য,বস্ত্র,বাসস্থান,শিক্ষা ও চিকিৎসা ।তার মধ্যে বস্ত্রের স্থান দ্বিতীয় ।আর এই দ্বিতীয় স্থানের বস্ত্র তৈরিতে বিশ্বে বাংলাদেশের অবস্থান খুবই গুরুত্বপূর্ণ ।আর এই বস্ত্র শিল্পের উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করছে এদেশের বস্ত্র প্রকৌশলীরা । বাংলাদেশ বিশ্বের উন্নয়নশীল দেশগুলোর মধ্যে অন্যতম হওয়ায় আজ নিম্ন মধ্যম আয়ের দেশে পরিনত হয়েছে । আর এদেশের অর্থনীতিতে যতগুলো শিল্প আছে তার মধ্যে পোষাক শিল্প ১ম ।আর এই পোষাক শিল্পের উন্নতির লক্ষে দক্ষ ডিপ্লোমা প্রকৌশলী বিশেষভাবে প্রয়োজন।
কোর্সের উদ্দেশ্য :
০১. বস্ত্র কৌশলে হাতে-কলমে পাঠদান ।
০২. বস্ত্র কৌশলে আদর্শবান ও কঠোর পরিশ্রমী করে তোলা ।
০৩. সু-দক্ষ বস্ত্র প্রকৌশলী গড়ে তোলা ।
০৪. শ্রম বাজারে বস্ত্র প্রকৌশলীর যোগান দেওয়া ।
০৫. সর্বপোরি বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে ভুমিকা পালন ।
ডিগ্রীর কর্মক্ষেত্র :
০১. টেক্সটাইল ভোকেশনাল ইন্সটিটিউট ।
০২.কারিগরি প্রশিক্ষন কেন্দ্র ( টি.টি.সি) ।
০৩. সকল সরকারী ও বে-সরকারী টেক্সটাইল ইন্সটিটিউট ।
০৪. টেক্সটাইল ইঞ্জিয়ারিং কলেজ ।
০৫. টেক্সটাইল বিশ্ববিদ্যালয় ।
০৬. বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড ।
০৭. বাংলাদেশ পাট ও বস্ত্র অধিদপ্তর ।
০৮. সমবয় অধিদপ্তর ।
০৯. বাংলাদেশ পাটকল কর্পোরেশন ।
১০. তুলা উন্নয়ন বোর্ড ।
১১. রেশম উন্নয়ন বোর্ড ।
১২. বাংলাদেশ টেক্সটাইল মিলস্ কর্পোরেশন ।
১৩. বাংলাদেশ আমদানী-রপ্তানী বিভাগ ।
১৪. দেশে-বিদেশে সকল টেক্সটাইল মিলস্ ।
১৫. সকল সরকারী ও বে-সরকারী বানিজ্যিক ব্যাংক।
১৬. এছারাও এইস.এস.সি পাশের সকল নিয়োগে আবেদন যোগ্য ।
ভর্তির যোগ্যতা :
- যে কোনো বিষয়ে এস.এস.সি ও সমমানের পরীক্ষায় জি.পি.এ ২.৫০ ।
Discussion about this post