হঠাৎ করে প্রয়োজন 5 ভোল্ট পাওয়ার সাপ্লাই কি করবেন…?
এখন আমাদের প্রয়োজন এমন একটা কম্পোনেন্টের,যার ইনপুটে যাই দেয়া হোক না কেন, সবসময় আমাদের প্রয়োজনীয় ভোল্ট সাপ্লাই দেবে আউটপুটে। এই অদ্ভুত প্রযুক্তির IC টা হল ভোল্টেজ রেগুলেটর IC…। যেমন, 5 ভোল্টের রেগুলেটরের ইনপুটে 5 এর বেশি ভোল্টেজ দিলে (এই যেমন 6 কিংবা 12 ভোল্টের ব্যাটারির কানেকশন) আউটপুটে সবসময় 5 ভোল্ট দিতে থাকে…।
এই টাইপের আই সি গুলোর মডেল নাম্বার সাধারণত 78XX এই ধরনের হয়।
Example:
5 ভোল্টের রেগুলেটরের নাম্বার হল 7805
9 ভোল্টের রেগুলেটরের নাম্বার হল 7809 এরকম হবে।
এগুলো ৩ পিনের হয়ে থাকে ..অনেকটা নিচের ছবির মত।
উপরের ছবিতে 1 হল ভোল্টেজ ইনপুট।
হতে পারে 12 v ব্যাটারি কিংবা অনেকগুলো পেন্সিল ব্যাটারির সিরিজে.
আর 3 হল আউটপুট ভোল্টেজ, যেটা দিয়ে রেগুলেটেড ভোল্টেজ সাপ্লাই পাওয়া যাবে ।
2 হল কমন গ্রাউন্ড।
জেনে রাখা ভাল যে রেগুলেটেড ভোল্টেজ সাপ্লাই সব সময় ডিসি-টু-ডিসি তে কাজ করে। মানে, ইনপুটের ডিসি ভোল্টেজকে আউটপুটে অন্য ভোল্টেজের ডিসি ভোল্টেজ এ রুপান্তরিত করে। এসি ভোল্টেজ ইনপুট দিতে চাইলে প্রথমে অবশ্যই একে রেকটিফাই আর তার পর ফিল্টার করে নিতে হবে। এসি থেকে ডিসি তে রূপান্তরের সার্কিট নিচে দেয়া হল
এখন দরকার হলো 12 v AC
এটা আমরা পেতে পারি ট্রান্সফরমার থেকে (Transformer হল এমন একটা Device যা Voltage Step up এবং Step Down এর ক্ষেত্রে কাজে লাগে সোজা কথায় voltage বাড়ান কমানোর ক্ষেত্রে )
এখন আমাদের 220 v এর Socket থেকে 5 volt রেগুলেটেড ভোল্টেজ সাপ্লাই পেতে হলে যেটা করতে হবে …নিচের Circuit টার মত একটা Circuit সংযোগ করতে হবে ।
বিঃদ্রঃ 220-230 v এ কাজ করার সময় সতর্কতা অবলম্বন করতে হবে। কোন দুর্ঘটনার জন্য Engineering Solution BD দায়ী নয় । ভালো থাকবেন।
Discussion about this post