রাজশাহী মহিলা পলিটেকনিক ইন্সটিটিউট ( Rajshahi Mohila Polytechinic Institute) উত্তর বঙ্গের এক মাত্র মহিলা পলিটেকনিক ইন্সটিটিউট। শিক্ষা নগরী রাজশাহী নওদাপাড়া বাইপাস রোডে অবস্থিত রাজশাহী মহিলা পলিটেকনিক ইন্সটিটিউট একটি সরকারী শিক্ষা প্রতিষ্ঠান।
ইতিহাস:
রাজশাহী মহিলা পলিটেকনিক ইন্সটিটিউট ২০০৩ সালে প্রতিষ্ঠিত হয় এবং ২০০৫-২০০৬ শিক্ষাবর্ষ থেকে ৪ টি বিভাগে মোট ১৫২ জন শিক্ষার্থী নিয়ে শিক্ষা কার্যক্রম শুরু করে।
বিভাগ সমূহ:
- কম্পিউটার
- ইলেকট্রনিক্স
- আর্কিটেচার ও ইন্টেরিওর ডিজাইনিং
- ইলেক্ট্রমেডিকেল
- ফুড
অবকাঠামো এবং প্রশাসন:
প্রতিষ্ঠানটিতে ১টি ৪তলা বিশিষ্ট একাডেমিক ভবন এবং একটি ৩ তলা বিশিষ্ট ওয়ার্কশপ ভবন আছে। প্রায় ১৫০০ বই সংবলিত এক্টি লাইব্রেরি আছে। ৪তলা বিশিষ্ট একটি ছাত্রীনিবাস আছে যেখানে ১০০ জন ছাত্রী থাকতে পারে। ২০ জন শিক্ষক এবং ৪৫ জন স্টাফের মাধ্যমে একাডেমিক ও প্রশাসনিক কাজ পরিচালনা করা হয়।
তথ্যসূত্র: উইকিপিডিয়া
Discussion about this post