শিক্ষার আলো ডেস্ক
দেশের কারিগরি শিক্ষা ও প্রশিক্ষণকে আধুনিক ও আন্তর্জাতিক মানে উন্নীত করতে সিঙ্গাপুরের ইনস্টিটিউট অব টেকনিক্যাল এডুকেশনের (আইটিই) সঙ্গে একটি সমঝোতা স্মারক সই করেছে কারিগরি শিক্ষা অধিদফতর ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড।
বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে প্রযুক্তিগত শিক্ষা উন্নয়নে পাঁচ বছর মেয়াদি এই সমঝোতা স্মারক সই করেন তিন প্রতিষ্ঠানের প্রধানরা।
যৌথ এই সমঝোতা স্মারকে বাংলাদেশ সরকারের পক্ষে কারিগরি শিক্ষা অধিদফতরের মহাপরিচালক ড. মো. হেলাল উদ্দিন ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের পক্ষে ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আব্দুল্লাহ আল মাহমুদ জামান এবং সিঙ্গাপুরের ইনস্টিটিউট অব টেকনিক্যাল এডুকেশন (আইটি) সার্ভিসের প্রধান নির্বাহী কর্মকর্তা ব্রুস পো সমঝোতা স্মারকে সই করেন। এ সময় কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. আমিনুল ইসলাম খান উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে কারিগরি শিক্ষা অধিদফতর ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সিঙ্গাপুরের আইটিই সার্ভিসের নির্বাহী কর্মকর্তা লিম বুন টং সংযুক্ত ছিলেন।
Discussion about this post