হাসিকা কুকাবুরা একটি পাখির নাম।
এ পাখির ইংরেজি নাম দ্য লাফিং কুকাবুরা। হাসিকা মানে হাস্য সৃষ্টিকারী।
তবে সত্যিকার অর্থে এরা হাসতে পারে না। এদের ডাক শুনলে কারো অট্টহাসির মতো মনে হবে। হাসির মতো করে ডাকার কারণেই এদের বলা হয় হাসিকা কুকাবুরা।
এরা মাছরাঙা পরিবারের সবচেয়ে বড় সদস্য। মাছরাঙা আমাদের দেশে সচরাচর দেখা যায়। কিন্তু কুকাবুরা আমাদের দেশে পাওয়া যায় না। পূর্ব অস্ট্রেলিয়ার ইউক্যালিপটাস বনে এদের পাওয়া যায়।
কুকাবুরার দেহের দৈর্ঘ্য ৩৯ থেকে ৪৫ সেন্টিমিটার। ওজন ৩৬৮ থেকে ৪৫৫ গ্রাম। এর ডানার পালক গাঢ় বাদামি রঙের। এদের ঠোঁট বেশ লম্বা। ১০ সেন্টিমিটার লম্বা ঠোঁট দিয়ে বিভিন্ন অমেরুদণ্ডী প্রাণী ধরে ধরে খায়। মাঝে মাঝে এরা ছোট আকারের সাপও খায়। এ ছাড়া এরা মুরগির বাচ্চার দিকেও নজর দেয়। এ কারণে ফার্মের মালিকরা হাসিকা কুকাবুরার ওপর ক্ষিপ্ত হয়ে যায়।
ভোর ও গোধূলিতে এরা সমস্বরে ডাকে। এ কারণে এদের বুশম্যানদের ঘড়িও বলা হয়।
এরা গাছের গর্তে বাসা তৈরি করে। স্ত্রী কুকাবুরা এক থেকে পাঁচটি ডিম পাড়ে।
হাসিকা কুকাবুরা অস্ট্রেলিয়ার পাখির রাজ্যের প্রতীক হিসেবে পরিচিত।
Discussion about this post