বাবাঃ কিরে কাঁদছিস কেন?
ছেলেঃ ঐ বুড়ো লোকটার পায়ে পাড়া মেরেছিলাম।
বাবাঃ সে কি! উনার কাছে ক্ষমা চাসনি?
ছেলেঃ হ্যাঁ চেয়েছি।
বাবাঃ তবু মারলো? চলতো গিয়ে দেখি।
বাবা বুড়োকে গিয়ে বললঃ কি ব্যাপার চাচা, ছেলেটা আপনার কাছে ক্ষমা চাইলো, তাও ওকে এভাবে মারলেন?
বুড়োঃ সাধে কি আর মারছি?? তোমার পোলায় আমার পায়ে পাড়া দিয়া সরি কইলো। আমি তার ভদ্রতায় খুশি হইয়া তারে ১০টা টাকা দিলাম।.
হারামজাদা টাকার লোভে আবার আমার পায়ে পাড়া মারলো !!!
বল্টু সকালে বাসে কোথাও যাচ্ছিল। ওর পাশে বসা এক মহিলা নিজের কোলে বাচ্চা নিয়ে বসেছিল। মহিলার হাতে টিফিনবক্স ছিল যার মধ্যে খুব সুন্দর একটা পুডিং ছিল আর তার সুগন্ধ বল্টুর নাকেও আসছিল। সে নিজের বাচ্চাকে পুডিংটা খাওয়ানো চেষ্টা করছিল কিন্তু কিছুতেই সেই বাচ্চাটা খাচ্ছিলনা। মহিলা বার বার বাচ্চাকে বলছিল “তাড়াতাড়ি খা বাছা, নয়তো পাশে বসা এই কাকুকে আমি পুডিংটা খাইয়ে দেব, তোর আর খাওয়া হবেনা।” বাচ্চাটার পেটে বোধহয় খিদেই ছিলনা, তাই সে পুডিংটার দিকে একেবারে তাকাছিলইনা। মহিলা কিন্তু বলেই চলেছিল যে “খেয়ে নে নয়তো, আমি এটা কাকুকে খাইয়ে দেব।” যখন অনেক দেরী হয়ে গেল আর বল্টু থাকতে পারলনা। সে বলেই ফেলল, “দিদিভাই,আপনি যা ‘ডিসিসান’ নেওয়ার, তাড়াতাড়ি নিয়ে নিন। আপনার এই পুডিংয়ের জন্য আমি ইতিমধ্যেই ৪টে বাস স্টপ ছেড়ে এগিয়ে এসেছি।
Discussion about this post