১. “নেকড়ের পালের সাথে বসবাস করো, তুমি বিড়াল হলেও একদিন গর্জন করতে শিখবে”
– বিখ্যাত ড্যানিশ প্রবাদ
২. “অপব্যয় কারী শয়তানের ভাই”
– আল হাদিস
৩. “বুদ্ধিমানেরা নিজেদের মধ্যে ঝগড়া করে না”
– বিখ্যাত ড্যানিশ প্রবাদ
৪. “প্রশ্ন করতে যে লজ্জা পায়, সে শিখতে পারে না”.
– বিখ্যাত ড্যানিশ প্রবাদ
৫. “তুমি যদি টাকা ধার করো, তবে তুমি ব্যাংকের কাছে দায়বদ্ধ; আর যদি টাকার মালিক হও, তাহলে ব্যাংক তোমার কাছে দায়বদ্ধ”
– অস্ট্রিয়ান প্রবাদ
৭. “অন্ধরা দেখতে না পেলেও আলো আলোই থাকে, সে অন্ধকার হয়ে যায় না”
– অস্ট্রিয়ান প্রবাদ
৮. “অতীত নিয়ে সবসময়ে পড়ে থাকলে তোমার এক চোখ অন্ধ; অতীতকে ভুলে গেলে তোমার দুই চোখই অন্ধ”
– বিখ্যাত রাশিয়ান প্রবাদ
৯. “শুধু কথা দিয়ে চুলায় রুটি ওঠানো যায় না”
– পর্তুগীজ প্রবাদ
১০. “নিজেকে বদলাও, ভাগ্য নিজেই বদলে যাবে”
– বিখ্যাত পর্তুগীজ প্রবাদ
Discussion about this post