মায়ে বলে বড় হয়ে
জজ ব্যারিষ্টার হবি,
বাবা বলে শিল্পী হয়ে
আঁকবি শুধু ছবি।
দাদী বলে নাতিরে তোর
ডাক্তার হওয়া চাই,
দাদা বলে শিক্ষক হবি
শিক্ষা যেন পাই।
নানা বলে ভাইরে আমার
হবি মাঠের চাষা,
বড় হলে ড্রাইভার হবি
নানীর মনে আশা।
ভাই বলে ভাইরে আমার
বড় সাবধান,
বড় হলে গায়ক হয়ে
গাইবি শুধু গান।
আপু বলে বড় হয়ে
ব্যবসায়ী হবি,
সবার কথা রাখতে গিয়ে
হয়ে গেলাম কবি।
ফাহামিদা তাবাসসুম খান,নবম শ্রেণি,হলি চাইল্ড স্কুল এন্ড কলেজ
Discussion about this post